সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জামালপুরে নাগরিক সংগঠন প্রতিনিধিদের আলোচনা 

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে নাগরিক সংগঠন প্রতিনিধিদের আলোচনা 

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে  সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে, রাইট হিয়ার রাইট নাও প্রকল্প। বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

রোববার (৩০ জুলাই) ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের  উদ্যোগে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী হলরুমে সভার আয়োজন করা হয়।

দিকনির্দেশনা মূলক  বক্তব্য দেন  ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান। বক্তব্য দেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানম, সূর্য তোরন সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম প্রমুখ।

টিএইচ